বাংলাদেশ বাণী ডেস্ক॥
ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
পরে সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর গাড়ি নিয়ে রাজাপুরে ঢুকতে উপজেলার সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়ি ভাঙচুর করা হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন তিনি। কিছুক্ষণ পরে সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখেন। এসময় কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ।
ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপোযোগী করা হয়েছে। আমাকেও আহত করেছে। ইচ্ছে ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেব। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কীভাবে সেখানে যাব? আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় এসেছিলাম মামলা দিতে। পুলিশ আমাকে কাঁঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করলো। কিন্তু আমার নামে মামলা আছে, তা জানতাম না।
অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কাঁঠালিয়া থানায় একটি নিয়মিত মামলা রয়েছে।