শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশাল স্টেডিয়ামে বসবে সাড়ে ১৫ হাজার চেয়ার

নিজস্ব প্রতিবেদক।।

বরিশালের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল টিম।

রোববার (২৭জুলাই) মাঠ পরিদর্শন করতে গিয়ে কাজের অগ্রগতি ও শ্রমিকদের উপস্থিতি নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

যদিও নির্ধারিত সময়ে বরিশালবাসীকে ভালো একটি খেলার মাঠ উপহার দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তার। তবে ক্রিকেট প্রেমীদের মাঝে হতাশা রয়েছে।

মাঠ পরিদর্শন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র গ্রাউন্ড ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বলেন, বরিশালবাসীকে আমরা ভালো একটি খেলার মাঠ দিতে চাই, এর কোন কমতি নেই। বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সংস্কার কাজ দীর্ঘদিন আগে শুরু হলেও নানান টানাপোড়ন ছিল, কাজে টেকনিক্যাল ফল্ট ছিল। সেসব টেকনিক্যাল ইস্যু অ্যাড্রেস করে পুরোদমে স্টেডিয়ামটিতে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, এরই মধ্যে প্যাভিলিয়ন ভবনের ও মিডিয়া ব্লকের ৫০শতাংশ কাজ শেষ হয়েছে, গ্যালারির শেড বসানোর কাজ কমপ্লিট হয়েছে। এখন গ্যালারিতে চেয়ার বসানোর কাজ চলমান। বিভিন্নভাবে এ স্টেডিয়ামের গ্যালারিতে ১৫হাজার ৬শ চেয়ার বসবে, যা তিন মাসের মধ্যে হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বলেন, এখানকার ফ্লাড লাইট অনেক আগে লাগানো হওয়ায় এবং দীর্ঘদিন ব্যবহার না করার তা অকেজো হয়ে গেছে। ৫-৬ মাসের মধ্যে এর কাজও হয়ে যাবে। সাবস্টেশন, ট্রান্সফার বসানো, ইলেকট্রিক ওয়ার বসানোসহ বিভিন্ন কাজের মধ্যে কিছু কাজ শেষ হয়েছে কিছু শেষের পথে। এর মধ্যে মাঠের কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি ৩/৪ মাসের মধ্যে সে কাজও শেষ হয়ে যাবে।

তিনি বলেন, সিলেটের মতো এখানকার মাঠেও উন্নতমানের ঘাস লাগানো হবে এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা থাকবে। যাতে মুষলধারে বৃষ্টি হলেও আধা ঘণ্টার মধ্যে মাঠ শুকিয়ে যায়।

সংস্কার শেষে আগামী বিপিএলের কোন খেলায় এ মাঠে অনুষ্ঠিত হওয়া সম্ভব হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান চেয়ারম্যান রিসেন্টলি এ মাঠ দেখে গেছে। তিনি যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী কাজ এগিয়ে নিতেই আমাদের এ মাঠ পরিদর্শন। নেক্সট বিপিএলকে টার্গেটে রেখে কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে এবং বরিশালবাসীকে একটি সুন্দর মাঠ উপহার দিতে পারবো।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *