বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
bu
bu

গুচ্ছে নয়, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ববি

নিজস্ব প্রতিবেদক॥
গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিষয়টি নিয়ে সিনিয়র শিক্ষকদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা সভা করেছে ববি প্রশাসন। পরবর্তীতে নিয়ম মেনে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে রোববার ঢাকায় মেইলকে জানিয়েছেন ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
উপাচার্য শুচিতা বলেন, বিষয়টি নিয়ে সিনিয়র শিক্ষকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। পরে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। গুচ্ছ পদ্ধতির চেয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষাগ্রহণ সুবিধাজনক বলে এমন তথ্য বিভিন্ন মাধ্যম থেকে উঠে এসেছে। তাই আমরা বিষয়টি নিয়ে ভাবছি।
ববির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এক শিক্ষক বলেন, গুচ্ছ পদ্ধতিতে বিভিন্ন জটিলতার পাশাপাশি ৬ মাস সময় ব্যয় হয়। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে একমাস বা দুইমাসের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায়।
এছাড়া ভর্তিচ্ছুরা গুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে একবারই সুযোগ পাচ্ছে। নিজস্ব পদ্ধতিতে নিলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তার মেধা যাচাই করার সুযোগ থাকে। এজন্য সেশনজট সহ অন্যান্য জটিলতা কমাতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার ব্যাপারে আমরা একমত।
বিশ্বিবদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী গোলাম রব্বানি মারুফ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে বিড়ম্বনা এড়ানো যায়। শিক্ষার্থীদের মঙ্গলের জন্য আইন মেনে যেকোন সিদ্ধান্ত নেয়া যেতেই পারে।

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক ।। বর্ণিল আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার উদযাপন করেছে বাংলা নববর্ষ ১৪৩২। নতুন বছরকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *