আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় বাংলা ১৪৩২ বর্ষবরণ উৎসব পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
নববর্ষ উদযাপন উপলক্ষে সোমবার সকালে বিভিন্ন রং-বেরংয়ের ফেস্টুন, ব্যানারসহ ঢাক ঢোল নিয়ে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে বাঙালি সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্য উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। নববর্ষের শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীর লোকজন অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে নববর্ষের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, সাবেক উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানসহ সরকারি কর্মকর্তাগন ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক সভা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এছাড়াও নববর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র্যালী ও মেলা অনুষ্ঠিত হয়েছে।