আগৈলঝাড়া প্রতিনিধি
ফিলিস্তিনীদের উপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হত্যার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা কবি বিজয় গুপ্তের মনসা মন্দির উন্নয়ন ও সংরক্ষন কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গৈলা মনসা মন্দির উন্নয়ন ও সংরক্ষন কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দিরের সামনে গিয়ে শেষ। পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গৈলা কবি বিজয় গুপ্ত মনসা মন্দির কমিটির সভাপতি বিনয় ভুষন রায়, সাধারন সম্পাদক ডা. দীলিপ দাস, যুগ্ন-সম্পাদক কাজল দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক দীলিপ কর্মকার, সদস্য দুলাল দাস গুপ্ত ও মানবাধিকার কর্মী শহিদুল ইসলামসহ প্রমুখ।
