সোমবার, এপ্রিল ২১, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক ।।

বর্ণিল আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার উদযাপন করেছে বাংলা নববর্ষ ১৪৩২। নতুন বছরকে স্বাগত জানাতে ১লা বৈশাখ সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে শোভাযাত্রায় উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী, ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপাচার্য মহোদয় সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ বৈচিত্রের দেশ। আমাদের সংস্কৃতির মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে। সকল বৈচিত্রের মাঝে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা সকলে সমবেত থাকতে চাই, ঐক্যবদ্ধ থাকতে চাই। বাংলা নববর্ষ বাংলাদেশের ঐতিহ্য। এটা আমাদেরকে আরো সংহত করবে।

আরো পড়ুন

সরকারি বিএম কলেজে সাড়স্বরে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক ।। তীব্র তাপদাহ ও বরাবরের আয়োজন ছাপিয়ে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে উৎসবমুখর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *