বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

সরকারি বিএম কলেজে সাড়স্বরে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক ।।
তীব্র তাপদাহ ও বরাবরের আয়োজন ছাপিয়ে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ সেজে ওঠে রঙিন আল্পনায়। ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন চৌধুরীর স্বাগত বক্তব্যের পর আলোচনা করেন অধ্যাপক তপন কুমার সাহা। এ আনন্দ আয়োজনের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম তার বক্তব্যে পুরানো জঞ্জাল সরিয়ে নতুনকে বরণ করে নেয়ার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশের শান্তি, ঐক্য ও ফিলিস্তিনি জনগণের মুক্তি কামনা করা হয়। এ আয়োজনে মনোমুগ্ধকর বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়- উত্তরণ, সংস্কৃতি পরিষদ ও মুক্তকন্ঠ সাংস্কৃতিক সংসদ।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *