বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
Muladi
Muladi

মুলাদী আরিফ মাহমুদ কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা

ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলায় কাজিরচর ইউনিয়নে প্রতিষ্ঠিত আরিফ মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আমিনুল ইসলাম-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডা. হারুন-অর-রশিদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.
নিজাম উদ্দিন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক মো. মনির হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক মু. নেছার উদ্দিন ও কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর কবির-এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকশিস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল বিভাগের বাকশিস-এর আহবায়ক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল অমৃত লালদে কলেজের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, বরিশাল জেলার বাকশিস-এর যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, সাবেক অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, বরিশাল জেলার বাকশিস-এর যুগ্ম আহবায়ক মো. হানিফ হোসেন তালুকদার, বরিশালের বেগম তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবুল কাশেম, বরিশাল বিভাগের বাকশিস-এর সদস্য সচিব অধ্যাপক মো. শাখাওয়াৎ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক মনিরুজ্জামান, দেলোয়ার হোসেন পাটোয়ারী ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. নুরু মৃধা প্রমুখ।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও আরিফ মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম খসরুকে মুলাদী উপজেলা সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. নজিবুর রহমান ভূঁইয়া কামাল, সহ-সভাপতি কে এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন, রিপোর্ট ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মল্লিক, মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরণ ও সদস্য রাকিবুল ইসলাম।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *