শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
mehendigonj
mehendigonj

মেহেন্দিগঞ্জে ফসলি জমির মাটি কেটে পাচার, বেকু ও ট্রলার জব্দ

এইচ এম আনিছুর রহমান‍॥
মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজার সংলগ্ন বগির চর এলাকায় রাতের আধারে নদীর তীরবর্তী ফসলি জমি থেকে মাটি কেটে ঢাকার ইট ভাটায় পাচারের সময় শুক্রবার দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্দেশে ১টি বেকু ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।
বিষয়টি নিয়ে মুঠো ফোনে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি এইচ এম মশিউর রহমানের নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, আটককৃত বেকু ও ট্রলারটি বর্তমানে শ্রীপুর ঘাটে বাধাঁ আছে। মেহেন্দিগঞ্জ থানাকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মতিউর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, গতরাতে এসি ল্যান্ড স্যার আমাকে বিষয়টি অবহিত করেছেন। দায়ীদের বিরুদ্ধে ভূমি ব্যবস্থা আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজনৈতিক কর্মীদের নেতৃত্বে মাটি খেকো এই সিন্ডিকেট গড়ে উঠেছে। দ্রুত এদেরকে আইনের আওতায় আনার দাবী এলাকাবাসীর। ৫ আগষ্ট ফ্যাসিষ্ট আওয়ামীলীগের পতনের পর পরই মেহেন্দিগঞ্জের নদী, নালা,খাল,বিলে একটি শক্তিশালী সিন্ডিকেট অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে ফ্রি স্টাইলে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। তার সাথে যোগ হয়েছে নদীর তীরবর্তী ফসলি জমি থেকে বেকু দিয়ে মাটি কেটে ঢাকার ইট ভাটায় পাচার চক্র।
বালু ও মাটি খেকোদের কবল থেকে বাঁচার জন্য দ্রুত জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন  এলাকাবাসী।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *