সাখাওয়াত উল্লাহ আমিনী ।।
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দুর্গাপুর, তুলাতলা, নয়ানী চরকাউয়া খেয়াঘাট পাকা রাস্তাটি অনেকদিন ধরেই বিভিন্ন স্থানে বেহাল অবস্থা বিরাজমান। বর্তমানে রাস্তাটির ভাসানির পোল এবং ছোট সিকদার বাড়ির মাঝামাঝি স্লুইসগেট এলাকায় প্রায় ২০০ ফুট পরিমাণ পাকা রাস্তা খালের স্রোতের কারনে ধ্বস নেমে খালে বিলিন হয়ে যায়। যার কারনে মহাবিপাকে পরেছেন দুর্গাপুর তুলাতলা রুটের এই রাস্তা ব্যাবহার কারী বাসিন্দারা।
এই রাস্তা দিয়ে প্রতিদিন সহস্রাধিক মানুষ এবং শতাধিক পণ্যবাহী যানবাহন চলাচল করে। রাস্তার ভাংগা অংশে ধ্বসের পর থেকে প্রতিনিয়তই কোননা কোনো ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। পণ্যবাহী গাড়ি নিয়ে কেউ কেউ ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পরছেন। কেউ কেউ ঘুরে বিকল্প রাস্তার ব্যবহার করছেন।
এব্যাপারে এলাকার জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা এবিষয়ে চেষ্টা করছি। ওই এলাকার বসবাসরত বাসিন্দা মতিউল ইসলাম (রানা) বলেন, এই রাস্তায় আমরা হরহামেশাই চলাফেরা করি। আমাদের এই এলাকার মানুষের শহরমুখী রাস্তা এইটাই। এই রাস্তা দিয়ে মানুষ পণ্য পরিবহনসহ অনেকেই চলাচল করেন। রাস্তাটি ভেঙে যাওয়ায় অনেক সমস্যা হচ্ছে। রাস্তাটি দ্রুত মেরামত করা অতিব জরুরি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন বাসিন্দা বলেন, আমাদের এই এলাকায় সাবেক ও বর্তমান চেয়ারম্যান মেম্বার সহ অনেক বিশিষ্টজন এই রাস্তায় চলাচল করলেও রাস্তাটির ব্যাপারে তারা বরাবরই সবাই উদাসীন। যেহেতু এখানে একটা স্লুইস গেট আছে। তাই বিশেষ করে এই স্লুইজ গেট অংশে রাস্তা নির্মাণের সময় আরো বেশি সতর্কতার সাথে মজবুত করার দরকার ছিলো। যাতে দুর্যোগের কারণে ও ভেঙে না যায়। কিন্তু তা করা হয়নি। এলাকার মানুষের চলাচলের কথা বিবেচনা করে এই রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামত করা উচিৎ বলে আমি মনে করি।