বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫
INDUR

ইন্দুরকানী প্রেসক্লাবের নির্বাচন: নাসির সভাপতি, মনির সম্পাদক

পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে নাসির সভাপতি ও মনির সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ২৯ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা চন্দন রায়। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের ইন্দুরকানী প্রতিনিধি খান মোঃ নাসির উদ্দিন ১৭ ভোট এবং দৈনিক ইনকিলাবের মো: মনিরুজ্জামান খান ১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি আলমগীর কবির মান্নু (দৈনিক খোলা কাগজ), জাকির হোসেন (দৈনিক পিরোজপুরের কথা), যুগ্ম সম্পাদক মারুফুল ইসলাম (দৈনিক আমাদের সময়), দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, সাহিত্য ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম (দৈনিক জনবাণী), ক্রিড়া সম্পাদক কামরুল ইসলাম (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক মামুন হোসেন, কার্যনির্বাহী সদস্য আহাদুল ইসলাম শিমুল, এম আহসানুল ছগির, আল আমিন হোসেন, আজাদ হোসেন বাচ্চু ও কে এম শামীম রেজা।

আরো পড়ুন

নবনিযুক্ত ভিসির কাছে ববি শিক্ষার্থীদের ৮0 দফা দাবি পেশ, ভিসি’র সহমত

নিজস্ব প্রতিবেদক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ৮০টি দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *