বিনোদন ডেস্ক।।
বিবেক ওবেরয়, যিনি বলিউডে পরিচিত একজন অভিনেতা, তার ক্যারিয়ারে নানা ওঠাপড়া এবং অন্ধকার সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। এক সময়ে বলিউডে সফলতা অর্জন করলেও ব্যক্তিগত জীবনের ঘটনায় তার ক্যারিয়ারে থমকে আসে। বিশেষত, সালমান খানের সঙ্গে তার দ্বন্দ্ব এবং ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কের জটিলতা তাকে অনেকটা পিছিয়ে দেয়।
অভিনেতা হিসেবে তার ক্যারিয়ার অনেকটা থমকে যাওয়ার পর, বিবেক নিজেকে পুনরুজ্জীবিত করেছেন। নানা সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করার পাশাপাশি, ব্যবসায়ও তিনি সফল। জমি-বাড়ি ব্যবসা, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং ২৩০০ একর জায়গার মালিকানা ছাড়াও, তার একটি বিশ্ববিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতা হওয়ার মতো বড় অর্জন রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রেও তিনি সক্রিয়।
এমনকি তার সম্পত্তি প্রায় ১২০০ কোটি রুপি, যা তাকে বলিউডের বড় তারকাদের মতোই সমান অবস্থানে এনে দাঁড় করিয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।