হিজলা প্রতিনিধি॥
হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোরালিয়া গ্রামের একটি বাগান থেকে রাজীব বাবুর্চি ৪০ নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসীর মাধ্যমে জানা যায় রাজীব বাবুর্চি ওই এলাকায় আলি আহাম্মেদ বাবুর্চির ছেলে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এলাকার লোকজন গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখে হিজলা থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে হিজলা থানা পুলিশ যুবকের লাশ উদ্ধার করে হিজলা থানায় নিয়ে যায়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে আমরা তদন্ত না করে কিছুই এখন বলতে পারছি না। ময়নাতদন্তের পরে জানা যাবে হত্যা না আত্মহত্যা।তদন্ত চলছে মামলা প্রক্রিয়াধীন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।