বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সমিতির বরিশাল বিভাগীয় মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির বরিশাল বিভাগীয়  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বরিশালের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা কমিটির সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান সভাপতিত্ব করেন।

বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আলতাব হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মোমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাফিসুর রহমান ডন, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার, ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম।

এছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের ১০ম গ্রেডে বেতনস্কেল বাস্তবায়নের দাবি এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তারা স্থানীয় সরকারের মূলভিত্তি হিসেবে জনগণের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তাই তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা সময়ের দাবি। অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *