মোঃ মাসুম বিল্লাহ, বানারীপাড়া প্রতিনিধি ॥
বরিশালের বানারীপাড়ায় জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে তাদের পরিবারবর্গের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বাইজিদ উর রহমানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে উক্ত স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় শহীদ পরিবারের সদস্যদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও সকলে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বাইজিদ উর রহমান শহীদ পরিবার ও আহতদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারকে সম্মানী প্রদান করেন।
এ সভায় উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফখরুল ইসলাম মৃধা, মেডিকেল অফিসার ডা. রোমান ইবনে আহাদ রিফাত, উপজেলার সমাজসেবা অফিসার পার্থ সারথি দেউরি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সরদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, আব্দুস সালাম, মোঃ তাওহিদুল ইসলাম, উপজেলা জামাতে ইসলামির আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, জামাতে ইসলামির উপজেলা সেক্রেটারি হাঃ মোকাম্মেল হোসেন মোজাম্মেল,পৌর জামাতে ইসলামির আমির কাওসার হোসেন, থানা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ শিহাব উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।