বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিলের ঘোষণা আরএসএসের

বাংলাদেশ বাণী ডেস্ক॥

ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে দেশটির উগ্রপন্থীদের সংগঠন আরএসএস। বাংলাদেশে কথিত ‘সংখ্যালঘু ইস্যু’কে কেন্দ্র করে তারা এ কর্মসূচির ঘোষণা করেছে।

শনিবার ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আরএসএসের এক কর্মকর্তা বলেছেন, প্রতিবেশী দেশে (বাংলাদেশ) হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ‘নিপীড়নের’ বিরুদ্ধে আগামী সপ্তাহে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস অভিমুখে একটি প্রতিবাদ মিছিল বের করব।

দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আরএসএস দিল্লি ইউনিটের মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহ-ভারপ্রাপ্ত কর্মকর্তা রজনিশ জিন্দাল বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত ১০ ডিসেম্বরে ‘দিল্লির নাগরিক সমাজ’ -এর ব্যানারে বাংলাদেশ দূতাবাসের দিকে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

জিন্দাল আরো বলেন, ‘বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চলমান অত্যাচারের জন্য সমগ্র দেশ (ভারতের জনগণ) বিক্ষুব্ধ’।

এদিকে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর অপপ্রচারসহ কয়েকটি ইস্যুতে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ প্রেক্ষিতে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করা হয়েছে। দুই দেশের সম্পর্কের ইতিহাসে প্রথমবারের মতো এমন শক্ত পদক্ষেপ নিলো বাংলাদেশ।

শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর শুরু করেছে করেছে কলকাতা হাইকমিশন।

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেয়া হয় ভারতীয়দের ভিসা দেয়ার সব প্রক্রিয়া।

তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন ভিসা দেয়া নিয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রে একই রকমের নির্দেশ আসতে পারে।

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অর্ধশতাব্দী সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে এখন সবচেয়ে অবনমন ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ। যার ফলে এমন নির্দেশনা।

গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো: আশরাফুল রহমান ও ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে বৃহস্পতিবার তারা ঢাকায় ফেরেন।

এদিকে, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতও দুঃখ প্রকাশ করেছে। এছাড়া হামলার ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতারসহ তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বেড়ে যায়। এতে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ক্ষুব্ধ হন সে দেশের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উগ্রপন্থীরা। সেখানকার বিভিন্ন স্থানে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ হতে থাকে।

এর ধারাবাহিকতায় গত ২ ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দুত্ববাদী সমিতির সদস্যরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনের ভেতরে হামলা করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলে ও ছিঁড়ে দেয়। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা।

অন্যদিকে মুম্বাই ও কলকাতা হাইকমিশনের বাইরেও বিক্ষোভ করে হিন্দুত্ববাদীরা।

আগরতলার ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি তোলে। পাশাপাশি ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। যদিও ভারত সরকার ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছে।

অনিরাপত্তা উদ্বেগের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলায় সহকারী হাইকমিশনের কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

আরো পড়ুন

golachipa

গৃহবধূ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে বোনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর গলাচিপায় ঘুষ নিয়ে তিন সন্তানের জননী এক গৃহবধূকে হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *