মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

হাকিমুদ্দিনে ফকিরকান্দি ছাত্র ফোরামের ঈদ পুনর্মিলনী

রিয়াজ ফরাজি ।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন ফকির কান্দি ছাত্র ফোরামর উদ্যোগে ঈদের দ্বিতীয় দিন ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২ এপ্রিল ২০২৫) সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ৪ নং ওয়ার্ডে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাখাওয়াত হোসাইন হাওলাদার,

প্রধান অতিথি বক্তব্যে বলেন-নআমরা আমাদের এই এলাকায় স্কুল জীবন থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের কাজ করে আসছি। সমাজে ভাল কাজ করতে গেলে আলোচনা- সমালোচনা হবেই। সমাজের ঈ্বর্ষা পরায়ন ও স্বার্থবাদী মানুষ সমালোচনা করলেই বুজতে হবে আমরা অতীতের মত বর্তমানেও সঠিক পথে আছি। উপস্থিত সকলেই একসাথে অতীতের মতো সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলো একত্রিত ্ভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাখাওয়াত হোসাইন হাওলাদার আরো বলেন, আমরা বিগত ৩০ বছর যাবত যেভাবে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করে আসছি তা সব সময় ব্যক্তি স্বার্থের বাইরে রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বোরহানউদ্দিন ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা- চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মো. জসিম উদদীন, দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আতিক হাওলাদার, পশ্চিম বিশারমপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন তালুকদার, হাকিমুদ্দিন ফাজিল মাদরাসার সাবেক শিক্ষক রুহুল আমিন ও বর্তমান শিক্ষক আবদুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল হাওলাদার, বিল্লাল হোসেন, কোরিয়ান প্রবাসী আওলাদ হোসেন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মীর জসিম বলেন, রাজনীতি যার যার সামাজিক সংগঠন সবার’ সমাজবদ্ধভাবে জীবনযাপনের পাশাপাশি বিভিন্ন প্রকার সংগঠন গড়ে ওঠে। যার মধ্যে সামাজিক সংগঠন অন্যতম। সমাজ, দেশ বা রাষ্ট্রের উন্নয়ন সাধনের কোনো নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সমস্যাযর সমাধান কল্পে নীতিমালা অবলম্বন করে সামাজিক সংগঠন পরিচালিত হয়। তবে এতকিছুর পরেও বর্তমানে সামাজিক সংগঠনের অন্তরালে রয়েছে রাজনীতি। আর রাজনীতির কারণে সংগঠনগুলো কোনো সামাজিক কর্মকাণ্ড করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বর্তমানে প্রায় অধিকাংশ সামাজিক সংগঠন অপরাজনীতির স্বীকার। তাই এক লাইনে বলে শেষ করতে চাই। রাজনীতি যার যার সামাজিক সংগঠন সবার।

আরো পড়ুন

কৃষকদলের কেন্দ্রীয় নেতা সেন্টুকে মনোনয়নের দাবি

নিজস্ব প্রতিবেদক ।। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে কৃষকদলের কেন্দ্রীয় সহ সম্পাদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *