রবিবার, এপ্রিল ৬, ২০২৫

পর্যটন স্পট নয় তবুও মেঘনাপাড়ে হাজারো মানুষের ঢল

এরশাদ সোহেল, বিশেষ প্রতিবেদক।।
নাড়ীর টানে ঘরমুখো মানুষের এবার ঈদের আনন্দ কেটেছে মেঘনাপাড়ের বেড়িবাঁধে। পর্যটনকেন্দ্র না হলেও দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিনের মেঘনাপাড়ে ঢল নেমেছে বাড়িফেরা ভ্রমণপিপাসু মানুষের।

ঈদের দিন থেকে পরিবার-পরিজন এবং বন্ধু-বান্ধব মিলে মেঘনার সৌন্দর্য্য উপভোগ করে মুক্ত বাতাসে গা ভাসিয়েছেন কেউ কেউ। সরেজমিনে দেখা যায়, উপজেলার স্লুইজগেট এলাকায় মনপুরাগামী লঞ্চ টার্মিনাল থেকে শুরু করে দক্ষিণে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ব্লক বেড়িবাঁধে ব্যাপক লোকসমাগমের উপস্থিতি ছিলো চোঁখে পরার মতো। কেউ ভীড় জমিয়েছেন টার্মিনালের কাঁঠের সেতুতে কেউ আবার স্পীডবোর্ড এবং নৌকায় করে ঘুরছেন মেঘনা নদীতে।

ঢাকায় অবস্থানরত ব্যবসায়ী শওকাত হোসেন জানান, ঈদের আনন্দ উপভোগ করতে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে মেঘনা পাড়ে ঘুরতে এসেছেন। তাছাড়া এই গরমে উপরের তুলনায় নদী তীরে বাতাস অনেক বেশি তাই সবাই এখানে ছুটে আসেন বলে জানান তিনি। বেসরকারী ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থী রাইসা বলেন, তজুমদ্দিনে এছাড়া কোনো পর্যটন কেন্দ্র নেই, তাই বাবা-মায়ের সাথে এই যায়গাটায় ঘুরতে আসি এবং অনেক আনন্দ লাগে। স্থানীয়রা মনে করছেন একনেক প্রকল্পের ১২০০ কোটি টাকার ব্লক নির্মাণ ও মেরিন ড্রাইভের কাজ শেষ হলে ভোলা জেলায় এটি হবে সবচেয়ে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট যেটির কাজ শুরু হয়েছে ইতোমধ্যে।

ট্যুরিস্ট এরিয়া না হলেও ভ্রমণে আসা মানুষের জন্য বাড়তি নিরাপত্তা ও সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকছেন বলে জানিয়েছেন তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহব্বত খান।

আরো পড়ুন

কৃষকদলের কেন্দ্রীয় নেতা সেন্টুকে মনোনয়নের দাবি

নিজস্ব প্রতিবেদক ।। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে কৃষকদলের কেন্দ্রীয় সহ সম্পাদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *