নিজস্ব প্রতিবেদক ।।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে কৃষকদলের কেন্দ্রীয় সহ সম্পাদক লায়ন আক্তার সেন্টুকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন বরিশাল বিভাগের সকল জেলার নেতৃবৃন্দ। বিভাগীয় কৃষকদল নেতৃবৃন্দের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কৃষকদলের কেন্দ্রীয় সহ সম্পাদক লায়ন আক্তার সেন্টুর নেতৃত্বে বরিশাল বিভাগীয় কৃষকদল এখন ঐক্যবদ্ধ। বিগত আন্দোলন সংগ্রামে সেন্টুর নেতৃত্বে সকল বিভাগ, জেলা ও উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ ত্যাগ স্বীকার করেছেন। আমরা বরিশাল বিভাগ থেকে কৃষকদলের লায়ন আক্তার সেন্টুর মনোনয়ন দাবি করছি। এসময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন চেয়ে জোর দাবি জানান।
তারা জানান, ২০১৮ সালের নির্বাচনে কৃষকদলের কেন্দ্রীয় সহ সম্পাদক লায়ন আক্তার সেন্টু মনোনয়ন দাবি করলেও তা থেকে তিনি বঞ্চিত হয়েছেন।
আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষকদলের বরগুনা জেলা সভাপতি মাসুদুর রহমান মানসুর, পিরোজপুর জেলা সভাপতি নাছির আহমেদ বাচ্চু, পটুয়াখালীর আহবায়ক মনিরুজ্জান টিটু, ভোলা জেলা সভাপতি আব্দুর রহমান সেন্টু, ঝালকাঠি জেলা সভাপতি তদবির হোসেন জসীম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।