শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
mohipur

মহিপুরে ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া প্রদর্শনী

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি‍॥
পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী’র উদ্যোগে সেইভ দ্য চিলড্রেনের সার্বিক সহযোগিতা ও রাইমস্’র কারিগরি সহায়তায় ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া প্রদর্শনী হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিএফএফও-মাল্টি হ্যাজার্ড চাইল্ড সেন্টারড এন্টিসিপেটরি এ্যাকশন প্রকল্পের আওতায় জার্মান ফেডারেশন ফরেন অফিসের অর্থায়নে এ মহড়া প্রদর্শনী হয়।
অনুষ্ঠানে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান ও সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসা. ছকিনা বেগম।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিপিপি মহিপুর ইউনিয়ন ইউনিট, স্থানীয় স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাগোনারী’র প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাসের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্স। এসময় তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন।
প্রধান অতিথি হাজী মো. ফজলু গাজী বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে দুর্যোগের আগাম প্রস্তুতির গণজনসচেতনতা সৃষ্টি করতে হলে এ মাঠ মহড়ার কোনো বিকল্প নেই। সকল পর্যায়ের মানুষ এ মহড়া থেকে স্বচ্ছ ধারণা ও দুর্যোগের আগাম প্রস্তুতির জ্ঞান-দক্ষতা অর্জন করতে পারবে।’
অনুষ্ঠানের সভাপতি আব্দুস সালাম বলেন, ‘দুর্যোগের আগাম প্রস্তুতির জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাগোনারী একটি সুন্দর মাঠ মহড়ার আয়োজন করেছে। এজন্য জাগোনারীকে ধন্যবাদ। পাশাপাশি বেড়িবাঁধের বাইরের মানুষের জন্য জাগোনারী কর্তৃপক্ষকে এ ধরনের মহড়া করার অনুরোধ জানাচ্ছি।’
মাঠ মহড়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাগোনারী’র সহকারী প্রকল্প কর্মকর্তা জাকিয়া আক্তার, ফিরোজ মাহমুদ ও রহমত উল্লাহ রাজু। অনুষ্ঠান শেষে অভিনয়শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, উপকূলীয় এলাকার জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ দুর্যোগ পূর্ব, চলাকালীন ও পরবর্তীতে ব্যক্তি, পরিবার ও সামাজিক প্রস্তুতিসহ জানমালের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়।

আরো পড়ুন

Tanvir-Arafat-SP-DC

বরিশালে সাংবাদিক পেটানো সেই ডিসি গ্রেফতার

বাংলাদেশ বাণী ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ কমিশনার (ডিসি) ‘তিন অপশন’ খ্যাত পুলিশ সুপার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *