শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
বিভাগীয় স্বাস্থ্য
বিভাগীয় স্বাস্থ্য

”দেশের বড় একটি জনগোষ্ঠী অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভুগছে“

নিজস্ব প্রতিবেদক॥

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেছেন, দেশের বড় একটি জনগোষ্ঠী অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভুগছে। এটি মানব শরীরে নানান জটিল রোগের কারণ। নিয়মিত রক্তচাপ পরিমাপসহ উচ্চ রক্তচাপের কুফল সম্পর্কে সবাইকে অবগত থাকতে হবে।

মঙ্গলবার ১০ ডিসেম্বর সকালে বরিশাল জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ বরিশাল অঞ্চলের জেলা সমন্বয় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের প্রায় আট থেকে দশ কোটি মানুষের বয়স চল্লিশোর্ধ। তাদের মধ্যে প্রায় আড়াই কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। এর ফলে দেশের বড় একটি অংশ হৃদরোগ ও স্ট্রোকের মত মারাত্বক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসানের সভাপতিত্বে সভায় জেলার অন্তর্গত ৯ টি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *