বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

গুম, হত্যা ও মুক্তির দাবীতে মুলাদী কলেজ ছাত্রদলের মানববন্ধন

ভূঁইয়া কামাল, মুলাদী॥

বরিশালের মুলাদী সরকারী কলেজের ছাত্রদল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপিড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় সরকারি মুলাদী কলেজ ছাত্রদল মানববন্ধন ও আলোচনা সভা করেন।

মুলাদী সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ ইলিয়াস খাঁনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন
ঢালী। মুলাদী পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব
জুলফিকার আহমেদ বিল্লাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ কবির হোসেন মোল্লা, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুদ্দিন রেজা, মুলাদী
সরকারি কলেজের অধ্যাপক মির্জা সরোয়ার, প্রভাষক ইকবাল সিকদার, প্রভাষক লুৎফন্নেসা সুমা, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল
সরদার, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিফাত মল্লিক, যুগ্ম আহবায়ক উজ্জ্বল ও ইমনসহ সাধারণ ছাত্র-ছাত্রীরা।

বক্তারা বলেন, দোষিদের বিচারের আওতায় নিয়ে আনার জন্যবর্তমান সরকারের কাছে অনুরোধ জানান।

আরো পড়ুন

হিজলায় মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

কাজল দে, হিজলা প্রতিনিধি ‍॥ বরিশালের হিজলা উপজেলায় আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদল মানববন্ধন কর্মসূচী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *