শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
vola
vola

ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

বাংলাদেশ বাণী ডেস্ক॥

ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামার সময় পড়ে গিয়ে সুলাইমান ইসলাম মিনহাজ (৮) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে ভোলা শহরের উকিলপাড়ার জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া (গোরস্থান) মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মৃত মাদ্রাসাছাত্র ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রতনপুর গ্রামের ফরায়েজি বাড়ির মৃত সামসুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, ২ মাস আগে জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া (গোরস্থান) মাদরাসায় ভর্তি করানো হয় মিনহাজকে। ভর্তির পর থেকেই আবাসিক শিক্ষার্থী হিসেবে মাদরাসায় থেকে পড়াশোনা করতো। শিক্ষকদের না জানিয়ে একাধিকবার পালিয়ে যায়। বৃহস্পতিবার ফজরের নামাজেন পর মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়।

মাদ্রাসার পরিচালক মাওলানা আতাউর রহমান জানান, ছাত্রদের নিরাপত্তা বাড়াতে ভবিষ্যতে আরোর পদক্ষেপ নিবেন।

এদিকে নিহতের মা নাজমা বেগম, বিষয়টি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধ কোনো অভিযোগ নাই বলে জানান।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, ‘এবিষয়ে আমাদের তদন্ত চলছে, মাদ্রাসার ছাদের পানির লাইন ভাঙ্গা পেয়েছি। ময়নাতদন্তের জন্য মাদ্রাসা ছাত্র সুলাইমানের মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি।’

আরো পড়ুন

বিলবোর্ড নামিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন দাঁড়িপাল্লার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক নির্বাচনী আচরণবিধি রক্ষায় নিজ হাতে নিজের বিলবোর্ড নামিয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন বরিশাল-৫ (সদর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *