নিজস্ব প্রতিবেদক॥
নগরীর একে স্কুল মাঠে আরটিভির বরিশাল প্রতিনিধি আলী জসিমের এক মাত্র সন্তান নিহত মুসাব্বির খান জারিফের স্মরণে কাটপট্টি মহল্লার কিছু কিশোর ও তরুন শুভাকাঙ্খী আয়োজিত জারিফ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির লিংকু, রফিকুল ইসলাম জনি, একে এম মুসা কাজল, মো: মামুন খান, মো: রাব্বি হাসান সহ অন্যরা।
শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী মোট ১৮ টি দল জারিফ স্মৃতি, দূরন্ত টাইগার, বাংলা টাইগার, ইয়াছিন, টাউন হল, একে লিজেন্ডস, ফকির বাড়ি ক্লাব, সিম্ফনি ৭, মোবারক স্মৃতি, ফ্রেন্ডস জোন, বিউটি হল, কাটপট্টি নাইট, মোবাইল হার্ট, সুপার নেটওয়ার্ক, সেভেন বয়েজ, বশির স্মৃতি, আইতে আছি, বরিশাল নায়ন্স।
প্রতিদিন ২টি খেলা হবে, তবে স্কুল বন্ধের দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হবে।