বিশেষ প্রতিবেদক :
ভোলার তজুমদ্দিনে সরকারী খাস জমিতে প্রভাব খাটিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ ওঠেছে ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতির বিরুদ্ধে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাঘাত সহ অর্ধ শতাধিক পরিবারের যাতায়াতে তৈরী হয়েছে প্রতিবন্ধকতা। এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করেন রফিজল নামের এক ভুক্তভোগী।
সরেজমিন তদন্ত ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সোবাহান চৌকিদারের বাড়ি সংলগ্ন এসএ ১ নং খতিয়ানের ১৯৩৫ নং দাগের খাস জমিতে জোরপূর্বক বাড়ি বানিয়ে থাকছেন একই এলাকার মৃত ছায়েদুল হক এর ছেলে ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি ফরিদ উদ্দিন। আর এতে একদিকে যেমন বিঘ্নিত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা অন্যদিকে ব্যহত হচ্ছে গ্রামের শত শত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বাড়ি নির্মাণেকালে স্থানীয় লোকজন বাধা দিলে নিয়মনীতির তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাড়ি নির্মাণ করেন শ্রমিকলীগ নেতা ফরিদ। পতিত সরকারের আমলে ফরিদ উদ্দিনের ভয়ে কেউ অভিযোগ দিতে সাহস করেনি বলে জানান,রফিজল সহ স্থানীয়রা। তারা দ্রুতই সরকারী জমি পুনরুদ্ধারের দাবী জানান। অভিযুক্ত শ্রমিকলীগ নেতা ফরিদ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি খাস জমিতে ঘর নির্মাণের বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন,এর পূর্বেও অনেক সাংবাদিক এসেছে, বহু তদন্ত হয়েছে এবং এগুলো মিটমাট করে এসেছি। এক পর্যায়ে তিনি সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা ও করেন।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথের কাছে জানতে চাইলে,তিনি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।