ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধি।।
বরিশাল জেলার কাজিরহাট থানার ভংগা গ্রামের ৮নং ওয়ার্ডে ধান খেতে গরু বেঁধে ধানের বীজ (চারা) খাওয়ার প্রতিবাদ করায় খেতের মালিক হানিফ মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে হাত ভেঙ্গে দেয় একই এলাকার সিরাজ মোল্লার পুত্র মিরাজ ও তার সঙ্গীরা। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন মুলাদী হাসপাতালে নিয়ে ভর্তি করে।
মুলাদী উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি হওয়া হানিফ মোল্লা জানান, সিরাজ মোল্লা দীর্ঘদিন যাবৎ তার গরু ও ছাগল দিয়ে আমার ও এলাকাবাসীর ক্ষেতের ফসল নষ্ট করে আসছে। তাকে একাধিক বার বলার পরও কারও কথা শুনেনা। তার এই অত্যাচারে এলাকার শতশত লোক অতিষ্ঠ হয়ে পড়েছে।
গত ৭ই আগষ্ট সকালে তার দুটি গরু আমার রোপিত ধানের চারা নষ্ট করলে আমি তাদের বাসায় গিয়ে গরু ও ছাগল বেঁধে রাখার জন্য বলে এসে আমি মুলাদী বাজারে গরু ক্রয়ের জন্য রওয়ানা হলে রাস্তার পাশে ওৎ পেতে থাকা সিরাজের পুত্র মিরাজ মোল্লা, তার মাতা কহিনুর, বোন সালমা ও লাকী আমাকে আসতে দেখে রাস্তার ওপর আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে রাস্তার পাশে পুকুরে ফেলে দেয় ও আমার সাথে থাকা ২,৭০,০০০/- হাজার টাকা ও মোবাইল সেট মিরাজ ছিনিয়ে নেয় । স্থানীয় লোকজন ও পথচারীরা আমাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসে।
আহত হানিফের স্ত্রী শারমিন বলেন, মিরাজ ও তার লোকজন আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারধর করবে বলে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
হামলাকারী মিরাজ মোল্লা মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, হানিফ মোল্লা লোকজনের চক্রান্তে বেহুশের ভান ধরে হাসপাতালে ভর্তি হয়ছে। টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ব্যাপারে কথা বলতে রাজি হননি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।