বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

দৌলতখানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মো. মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান প্রতিনিধ‍॥
দৌলতখান উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। এবারের শ্লোগান ছিলো ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আমির জাং গজনবী স্টেডিয়ামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী।
উদ্বোধনীয় খেলায় ৪টি দল অংশগ্রহণ করবে, প্রথম পর্বে পৌরসভা একাদশ বনাম চরপাতা ইউনিয়ন পরিষদ একাদশ, দ্বিতীয় পর্বে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম মদনপুর ইউনিয়ন পরিষদ একাদশ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, পৌর সহকারি প্রকৌশলী মো. কবির হোসেন, দৌলতখান প্রেসক্লাব সভাপতি জাকির আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য উজ্জল চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, দৌলতখান রিপোর্টার্স  ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসাইন   সহ প্রমুখ।
খেলা পরিচালনায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, হাজী শওকত জাং চৌধুরী খিচ্চু, মো. কামরুল ইসলাম, জসিম উদ্দিন।

আরো পড়ুন

gournadi

তারুন্যের উৎসব উপলক্ষে টরকী গালর্স স্কুলে লোকজ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি‍॥ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি বিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *