বাংলাদেশ বাণী ডেস্ক॥
বরিশালে রিকশা চালক রমজান মৃধা (৩০) হত্যার ঘটনায় প্রধান দুই আসামি গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৩ জানুয়ারি) সকালে র্যাব-৮ এর মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন বরিশাল নগরের কাউনিয়া থানার পলাশপুর এলাকার বাসিন্দা মালেক (৪৫) এবং তার ছোট ভাই কাদের (৪০)। তাদের ঢাকার সাভার থানার পূর্ব রাজাশন পুলু মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রিকশাচালক রমজান মৃধা ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর সকালে স্থানীয় মামুন নামক এক ব্যক্তির কাছ থেকে ডেকে নিয়ে যাওয়ার পর তার সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ হয়নি। দুই দিন পর ১ অক্টোবর বিকেলে কাউনিয়া থানার পলাশপুর ৭ নম্বর গুচ্ছগ্রামের একটি ডোবায় তার মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন এবং পরদিন রমজানের মা বেবী বেগম কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারকৃত মালেক এবং কাদেরের হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং তাদের গ্রেপ্তারের জন্য র্যাব-৮ এর অধিনায়ক অভিযোগপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮ তাদের গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত চালিয়ে র্যাব-৪ এর সিপিসি-২ এর সহায়তায় সাভার থেকে তাদের গ্রেপ্তার করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল নিশাত জানান, র্যাবের সহযোগিতায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে পাঠানো হবে। এই মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে মালেক মূল এজাহারভুক্ত আসামি। রমজান হত্যার পর মালেক ও তার পরিবার পালিয়ে যায়।