নিজস্ব প্রতিবেদক॥
বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বরিশাল মহানগর ছাত্রশিবির।
সোমবার (১৬ ডিসেম্বর ) সকাল ৯টায় ইসলামি ছাত্রশিবির বরিশাল মহানগরের উদ্যোগে জিলা স্কুল মোড় থেকে র্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষ হওয়ার পরে সমাবেশটিতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে মহানগর সেক্রেটারি হাসান মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ” ইসলামি ছাত্রশিবির এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করে আসছে।
বিজয়ের ৫৪ বছরে এসেও যারা দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, ইসলামি ছাত্রশিবির সে সকল ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সদা প্রস্তুত।
অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক বরিশাল মহানগর সভাপতি ও কেন্দ্রীয় তথ্য সম্পাদক মো. নাসির উদ্দিন, সাবেক বরিশাল মহানগর সভাপতি আহমেদ বায়জিদ, বরিশাল জেলা সেক্রেটারি আকবার হোসেন, বরিশাল মহানগর অফিস সম্পাদক রাশেদুল হাসান, অর্থ সম্পাদক ইকরামুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।