বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Agoiljhora
Agoiljhora

আগৈলঝাড়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে আকন কুদ্দুসুর রহমানের মতবিনিময়

আগৈলঝাড়া প্রতিনিধি॥

বরিশালের আগৈলঝাড়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকন কুদ্দুসুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি’র আয়োজনে শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সিকদারের সভাপতিত্বে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আকন কুদ্দুসুর রহমান। এ

সময় তিনি বলেন, এই দেশ সকল সম্প্রদায়ের লোকজনের দেশ। সকল সম্প্রদায়ের লোকজন এর সাথে নিয়ে বাংলাদেশ গড়তে হবে। বিএনপি সকল শ্রেনী ও পেশার লোকজন নিয়ে এই দেশে বাস করতে চায়। আপনারা সংখ্যালঘু নন, আপনারা এদেশের নাগরিক। ধর্ম যার যার দেশ সকলের। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির, জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু, এ্যাড. অমল কৃষ্ণ তালুকদার, স্থানীয় অতুল চন্দ্র বাইন, দেবাশীষ সরকার, নারায়ন চন্দ্র হালদার, গৌরনদী বিএনপি নেতা গোলাম মোর্শেদ মাসুদ, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত (সার্জেন) মো. শাহজাহান সরদারসহ প্রমুখ।

আরো পড়ুন

excident

বিএম কলেজ সংলগ্ন সড়কে শিশু নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশু জান্নাত নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *