নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে একজন মারা যান।
স্থানীয় সূত্র জানায়, ভোররাত সাড়ে ৩টার দিকে একটি ডাকাতদল আদাবাড়িয়া ইউনিয়নের খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে হানা দেয়। এ সময় তারা গৃহকর্তাদের মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
এসময় ভুক্তভোগীদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। তবে দলের অন্যান্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, নিহত ও আহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।