সোমবার, মে ৫, ২০২৫

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ বাণী ডেস্ক॥ ঢাকায় শাহবাগে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বরিশালের বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল- প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বৈষম্যের শিকার ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা তাদের দাবি দাওয়া আদায়ে ঢাকার শাহবাগে আন্দোলন করছিলেন। এ সময় শিক্ষকদের ওপর পুলিশ নির্বিচারে লাঠিপেটা করেছে এবং জলকামান ব্যবহার করেছে। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হন।

দ্বিতীয় গণঅভ্যুত্থানের পর বৈষম্যের শিকার শিক্ষকরা বেতনসহ তাদের দাবি আদায়ে আন্দোলন করবে এটাই স্বাভাবিক। তাদের আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাকালীন সম্পাদক অধ্যাপক আখতার ফারুক

নিজস্ব প্রতিবেদক।। দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন মাওলানা অধ্যাপক আখতার ফারুক। তিনি ১৯২৯ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *