শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
mehendigonj
mehendigonj

মেহেন্দিগঞ্জে ব্রিজের বেহাল দশা, দেখার কেউ নাই

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ইয়ারবেগ ও পূর্বকান্দি পূর্বপার গ্রামে (বুড়িবাড়ি মসজিদ সংলগ্ন) খালের উপর একটি ছোট্র ব্রিজ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি দিয়ে পার হচ্ছেন নারী, শিশু ও শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ  ইউনিয়নের শত শত  মানুষ।স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলম বাংলাদেশ বাণীকে বলেন, ব্রিজটি সংস্কারের জন্য বহুবার বিভিন্ন দপ্তরে ঘুরেছি কিন্তু ব্রিজটির মেরামতের কাজে কেউ আসে নাই। তিনি আরো বলেন দ্রুত ব্রিজটির সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছেন।
এছাড়াও পূর্বকান্দি পূর্বপার গ্রামে নেই কোন উন্নয়নের ছোয়া, কাচা রাস্তাগুলো ভেঙে খানাখন্দকে ভরে রয়েছে। আগামী বৎসরের আগেই রাস্তাগুলো হেরিং করনের দাবি সচেতন এলাকাবাসির।

আরো পড়ুন

শেবামেকে কমপ্লিট শাটডাউনের মধ্যেই শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির তৃতীয় দিন আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *