নিজস্ব প্রতিবেদক: বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর বার্ষিক শিল্পী ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান’২৫ সম্পন্ন হয়েছে। ১৪ই ফেব্রুয়ারি লুৎফুর রহমান ক্যাডেট মাদরাসা মিলনায়তনে উক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর আইটি ও প্রচার সম্পাদক আহমদ শরীফ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহ-সভাপতি জনাব আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পার্ক গ্রুপের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসাইন খান। বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক শাহরিয়ার মাসুম। শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক সাঈদ মাহফুজ, সসাসের সাবেক আইটি সম্পাদক শহীদুল্লহ হাদী ও সাবেক অফিস সম্পাদক মোশাররফ মুন্না, শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক মো. নূরনবী ও মাহাথির মহিউদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে, নিজেকে ভালো শিল্পী হিসেবে গড়ে তুলতে শিল্পীদেরকে দৈনিক এক ঘন্টা করে সংগীত চর্চার পরামর্শ দিয়েছেন। এছাড়াও তিনি শিল্পীদেরকে বেশি বেশি সালাম দেয়ার অভ্যাস তৈরির জন্য নির্দেশ দিয়েছেন। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন ” আপনারা আপনাদের সন্তানদেরকে যথা সম্ভব মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করবেন এবং কার সাথে মিশে কোথায় যায় কি করে সকল বিষয়ে সচেতন থাকবেন ”
অনুষ্ঠানের অন্যান্য আলোচকবৃন্দ সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ও এর গুরুত্ব এবং অভিভাবকদের করনীয় বিষয়ে আলোচনা করেন। পরিচালক নুমান বিন ইউসুফের পরিচালনায় এবং সহঃকারি পরিচালক ফরহাদ মাহমুদ এর ব্যাবস্থাপনায় প্রোগ্রামটি সুন্দর ভাবে সম্পন্ন হয়।