বৃহস্পতিবার, মে ১, ২০২৫

এ টি ‍এম আজহারুল ইসলামকে অনতিবিলম্বে মুক্তি দিন: মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি: গতকাল ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সাবেক কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে ও সাংগঠনিক নিবন্ধন ফিরিয়ে না দেওয়ার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের পরিচালনায় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পিরোজপুর-১ ( ইন্দুরকানি, পিরোজপুর সদর, নাজিরপুর) আসনের প্রার্থী আলহাজ মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল জলিল শরীফ। আরো বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা সভাপতি মেহেদী হাসান প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, এটিএম আজহারুল ইসলামকে যদি অনতিবিলম্বে মুক্তি দেয়া না হয়, তাহলে বাংলার ঘরে ঘরে আন্দোলন ছড়িয়ে পড়বে। সে আন্দোলনের সামাল দেয়ার ক্ষমতা বর্তমান সরকারের হবে না। তিনি বলেন বাংলাদেশের জামাত ইসলামের সবচেয়ে মুসলিম সংগঠন। জামাতের ১১ জন নেতাকে মিথ্যা মামলায় ফাঁসি দেয়া হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব মাসুদ সাঈদী বলেন, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্যই ৫ ই আগস্ট বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। তারপরে আজও কেন এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির ব্যাপারে বৈষম্য করা হচ্ছে। তিনি বলেন, কত বড় বড় অপরাধী, সন্ত্রাসী মুক্তি পেয়ে যাচ্ছে অথচ এটিএম আচারুল ইসলামকে মুক্তি দেয়া হচ্ছে না। অনতিবিলম্বে যদি আজিরুল ইসলামকে মুক্তি দেয়া না হয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেখিয়ে দিবে যে তারা কি রকমের আন্দোলন করতে পারে। তিনি  এটিএম আজহারুল ইসলামের মুক্তিসহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার এবং দাঁড়িপাল্লার প্রতিক ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত না এটিএম  আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয়। তিনি বিচারপতি মানিকসহ যেসব বিচারপতিরা জামায়াত নেতৃবৃন্দকে বিচারের নামে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে, তাদের ওবিচার দাবি করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার চত্বর থেকে কৃষ্ণচূড়া মোড় হয়ে পুরাতন পৌরসভা রোড হয়ে বড় মসজিদের পাশ দিয়ে সিও অফিস থেকে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে এসে শেষ হয়। এতে উপস্থিত ছাত্র-জনতা কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আযহারুল ইসলামের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। তারা স্লোগানে স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে। বিক্ষোভকারীরা স্লোগানে বলেন, এটিএম আজহার ভাই জেলে কেন, মুক্তি চাই মুক্তি চাই। বেলের তালা ভাঙবো আজহার ভাইকে মুক্ত করে আ

আরো পড়ুন

বরিশালে গৃহকর্মী সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক ।। দিনরাত খেটেও সপ্তাহে একদিনের ছুটি পান না গৃহকর্মীরা। তাদের কাজের নির্দিষ্ট কোনো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *