“নিজস্ব প্রতিবেদক”
পিরোজপুরের নেছারাবাদ আলকীরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয় ও আলকীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শুচিতা শরমিন। এসময় তাকে শুভেচ্ছা জানান নটরডেম কলেজের সহকারী অধ্যাপক ও আলকীরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ড. মিজান রহমানসহ আয়োজক এবং অতিথিবৃন্দ।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আয়োজনমালার বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, নেছারাবাদ থানার ওসি মো. বণি আমিন, সরকারি স্বরূপকাঠি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফজলুল হক, ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ এসএম জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন খলিফা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলকীরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও আলকীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জ কুমার মিস্ত্রী প্রমুখ।
অনুষ্ঠানে স্কুল দুটির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও ডিসপ্লে সবাইকে মুগ্ধ করে