মোহাম্মদ ইউসুফ, নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জামায়াতে ইসলামী আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় গৈলা আদর্শ শিশু নিকেতনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ বশির হাসান সরোয়ার মোল্লা।
পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারী মোঃ হেমায়েত মোল্লা।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার, বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল-১ (অগৈলঝাড়া-গৌরনদী) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান ও অগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আমিন ও মাওলানা আবুল হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুব বিভাগের উপজেলা সভাপতি ইমাম হোসেন প্রমুখ।
এছাড়াও সভায় থানা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।