শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
water
water

১২ দিনেও পানির সংকট কাটেনি স্টেডিয়াম কলোনী বাসিন্দাদের

বিশেষ প্রতিবেদক: প্রায় ১২ দিন ধরে পানির অভাবে দুর্ভোগে রয়েছেন বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের ষ্টেডিয়াম কলোনীর বাসিন্দারা। কলোনীর বাসিন্দা জোসনা বেগম জানান, মসজিদের ওজুখানা থেকে পানি এনে পিপাসা মিটাচ্ছেন তারা, আর রান্নার কাজে নদীর পানি ব্যবহার করছেন। সিটি কর্পোরেশন থেকে যে পরিমাণ পানি সরবরাহ করা হচ্ছে, তা চাহিদার তুলনায় খুবই কম। এ পরিস্থিতিতে তিনি অশ্রুসিক্ত নয়নে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন।

এ সমস্যা নতুন নয়, কয়েক বছর ধরে টিউবয়েলগুলিতে পানি উঠছিল না, যার কারণে বাসিন্দারা বিপাকে পড়েছিলেন। এরপর বরিশাল সিটি কর্পোরেশন পাইপের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করে। কিন্তু সম্প্রতি চাঁদমারী মাদ্রাসা সড়কে বিদ্যুৎ বিভাগের কাজের কারণে ট্রান্সফরমার বিস্ফোরিত হলে, ওই পাম্পের কয়েল পুড়ে গিয়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে কলোনীর কয়েক হাজার মানুষ বিপদে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে সোহেল জানান, দীর্ঘদিন ধরে পানি পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগে বিদ্যুৎ বিভাগের কাজের কারণে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না, ফলে গরমের মধ্যে পানির সংকট আরও বেড়ে যায়। বর্তমানে বিদ্যুৎ থাকলেও পানি সরবরাহ বন্ধ রয়েছে, যা তাদের জন্য বড় সমস্যা। তিনি জানান, ১০-১২ দিন পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।

বরিশাল সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের পানির পাম্প অপারেটর মো: কামাল হোসেন জানিয়েছেন, কয়েকদিন আগে বিদ্যুৎ বিভাগের কাজের কারণে পাম্পের কয়েল পুড়ে যায়। তারা সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং কয়েল মেরামতের জন্য পাঠানো হয়েছে। তিনি আশা করেন, আগামী ২-৩ দিনের মধ্যে সমস্যা সমাধান হবে।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের পানি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম জানিয়েছেন, বিদ্যুৎ লাইনের ভোল্টেজ আপডাউন হওয়ার কারণে পাম্পের কয়েল পুড়ে গিয়েছিল, তবে এখন সেটি মেরামত করা হয়েছে এবং শিগ্রই পানি সরবরাহ চালু করা হবে।

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *