হিজলা প্রতিনিধি: “তরুনদের দেশ গড়ার অঙ্গিকার,জনসেবায় স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার,এ সময় বক্তব্য রাখেন উপজেলা বি এন পির আহবায়ক আবদুল গাফফার তালুকদার,সদস্য সচিব দেওয়ান মনির হোসাইন,সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন,জামায়াত ইসলামের আমির নুরুল আমিন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অনিক বিশ্বাস,হিজলা নৌ-পুলিশ ইনচার্জ ওয়াহিদুজ্জামান সহ অনেকে।
স্থানীয় সরকার দিবসের র্যালী ও আলোচনা সভা সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন।