শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’

বিশেষ প্রতিবেদক: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আহমেদ বায়েজীদের কিশোর সায়েন্স ফিকশন ‘মহাকাশে দুঃস্বপ্ন’ বইটি। কিশোরদের উপযোগী ১৭টি বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে সাজানো হয়েছে বইটি।

ভিন্ন স্বাদের গল্পগুলো পাঠকদের বৈজ্ঞানিক কল্পকাহিনীর নতুন জগতে নিয়ে যাবে। মহাকাশ যাত্রা, রোবট, এলিয়েনসহ কল্পবিজ্ঞানের সব ধরণের গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি।

পেশায় সাংবাদিক আহমেদ বায়েজীদ অনেক দিন ধরেই শিশু-কিশোরদের জন্য লেখালেখি করছেন। দেশের প্রথম সাড়ির শিশু-কিশোর ম্যাগাজিনগুলোতে লিখছেন নিয়মিত। প্রকাশিত অপ্রকাশিত গল্পের ভেতর থেকে বাছাইকৃত ১৭টি গল্প নিয়ে প্রকাশ করা হয়েছে ‘মহাকাশে দুঃস্বপ্ন’ বইটি।

বইটি প্রকাশ করেছে রাবেয়া বুকস। প্রচ্ছদ করেছেন আবরার আবীর। বইমেলায় পাওয়া যাচ্ছে রাবেয়া বুকসের ৩ ও ৪ নং স্টলে এবং আফসার ব্রাদার্সের ৩৫ নং স্টলে। মূল্য : ১৫০ টাকা।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *