শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
oplus_0

কলাপাড়ায় মাদকচক্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পূর্ব তুলাতলী গ্রামে গৃহবধূ নারীদের অব্যাহতভাবে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মাদকসেবী সন্ত্রাসী চক্রের রোষানলে পড়েছে সাধারণ মানুষ। চিন্হিত মাদক বিক্রেতা ও নারী লিপ্সু সন্ত্রাসীদের অসামাজিক কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় নারী-পুরুষ।

প্রচলিত আইনের শাসন প্রতিষ্ঠা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পূর্ব তুলাতলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

মানববন্ধনে বলা হয়, বখাটে মাদক বিক্রেতা মেনাজ তালুকদার, সজিব, মোস্তাকিন, বেল্লাল, জাকারিয়া, শহিদুলসহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকার গৃহবধূদের উত্ত্যক্ত করে আসছে। প্রতিবাদ করায় স্থানীয়রা ওই চক্রের টার্গেটে পরিণত হয়েছেন।

গত শনিবার (২৫ অক্টোবর) সকালে মৃত হাসেম খলিফার ছেলে জসিম খলিফার বসতবাড়িতে রামদা, দা, রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় ওই চক্র। তারা বসতবাড়ি ভাঙচুর করে জসিম খলিফাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় জসিম খলিফা বাদী হয়ে মেনাজ তালুকদার, সজিব, বেল্লাল ও শহিদুলকে অভিযুক্ত করে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের পর থেকে তারা আরও ক্ষিপ্ত হয়ে জসিম খলিফা, হারুন খা, লুৎফর শিকদার, আলাউদ্দিন সর্দার, শাহ আলম গাজী, হেলাল জমাদ্দার, আরব, মোশারেফ গাজী, হনুফা বেগম, সোহেলা বেগম, পারভেজসহ এলাকাবাসীর ওপর অব্যাহতভাবে হুমকি প্রদান করছে।

এ অবস্থায় নারী গৃহবধূসহ শান্তিপ্রিয় গ্রামবাসী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন

পটুয়াখালীতে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এলাকায় চাঞ্চল্য

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এক কিশোরীর হঠাৎ ছেলেতে রূপান্তরের খবর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *