রবিবার, এপ্রিল ৬, ২০২৫

বাকেরগঞ্জে ২০ বছরের যুবকের বাড়িতে ২৫ বছরের যুবতীর অনশন

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পেতে ২০ বছরের এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ২৫ বছর বয়সী এক যুবতী। সোমবার (৩১ মার্চ) উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামে যুবকের বাড়িতে অনশন শুরু করেন ওই নারী।

প্রেমিক রায়হান (২০) বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামের হাকিম হাওলাদারের ছেলে ও প্রেমিকা ঝালকাঠির নলছিটি উপজেলার মেয়ে।

ভুক্তভোগী নারী জানান, গত দুই বছর আগে রায়হানের সঙ্গে রং নম্বরে তার পরিচয় হয়। ধিরে ধিরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। পরে পরস্পর দেখা করতে গেলে তা শারীরিক সম্পর্কে গড়ায়। গত ৩০ মার্চ রাতে তাকে বিয়ের কথা বলে রায়হান তার বাড়িতে নিয়ে আসেন। রায়হানের বাবা-মা প্রথমে সম্পর্ক মেনে নিয়ে একই কক্ষে থাকতে দেন।

এ পর্যন্ত ঠিক থাকলেও ব্যাপারটা একটু ভিন্ন। ওই নারীর আগেও একটা বিয়ে হয়েছিল। তাছাড়া সে রায়হানের চেয়ে ৫ বছরের বড়। তাই পরের দিন সকালে রায়হানের বাবা-মা বলেন, তাদের বাড়ি থেকে চলে যেতে। তাই ওই নারী স্ত্রীর স্বীকৃতি পেতে রায়হানের বাড়িতে অবস্থান করছেন।

ওই নারী আরও বলেন, রায়হান সবকিছু জেনেশুনে বিয়ে করার কথা বলে এনেছে। এখন আমার সঙ্গে এরকম আচরণ কেন করছে জানি না। তাছাড়া সে বাড়ি থেকে পালিয়েও গেছে।

এ ঘটনার বিষয়ে রায়হানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

রায়হানের বাবা হাকিম হাওলাদার বলেন, ওই নারীর আগের একটি সংসার ছিল। তাছাড়া সে আমার ছেলের চাইতে বয়সে বড়। এমন সম্পর্ক মেনে নেওয়ার মতো না।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সুরোজীত বড়ুয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

রাজনৈতিক দলের আকাঙ্খাগুলো যেমন ন্যায্য, তেমনি তরুণদের সংস্কারের দাবিগুলোও ন্যায্য- ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক ।। আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *