শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মনপুরায় বলুতে চাপা পরে একটি শিশুর মৃত্যু

মহিব্বুল্যাহ ইলিয়াছ,মনপুরা উপজেলা প্রতিনিধি।

ভোলার মনপুরার বেড়িবাধের চোরাবালির ফাঁদে পরে ওমর নামে একটি ছেলের মৃত্যু ঘটনা ঘটে।

ভোলার মনপুরায় রামনেওয়াজ মাছঘাটের পূর্ব পাশে অসম্পূর্ন বেড়িবাঁধের বালির উপর দিয়ে বাড়ি যাওয়ার সময় ওমর (১২)নামে একটি ছেলের মৃত্যুর খবর পাওয়া যায়। ওমর মনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনিরের ছেলে।
শুক্রবার ৩০শে মে বিকেল ৪ টার দিকে এক পথচারী বালির মাঝে একটি পা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে বালি সারিয়ে ওমরের মৃত দেহ উদ্ধার করে।

নিহত ওমরের দাদা জানান,গতকাল বৃহস্পতিবার আনুমানিক সন্ধা সাতটা রামনেওয়াজ মাছঘাট থেকে বেড়িবাঁধের উপর দিয়ে বাড়ি যাওয়ার সময় বর্ষার পানিতে সৃষ্ট নালায় পা পিছলে নালায় পরে গেলে তার উপর বালি চাক ভেঙে পরলে ওমর আর উঠতে পারেনি।তাকে আমরা অনেক খোঁজাখুজির পরও কোথায়ও খুজে পাইনি। আজ বিকাল চারটার সময় তার পা দেখতে পেলে এলাকাবাসী উদ্ধার করে।

এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান,আমি ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠায় তার লাশকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

 

 

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *