শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশাল ডেন্টাল সার্জন’স অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল ডেন্টাল সার্জন’স অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সেমিনার, বার্ষিক সাধারণ সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে দিনভর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সেমিনার ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি, বিএমডিসি’র নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডাঃ পরিমল চন্দ্র মল্লিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ফয়জুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার-১ ডাঃ একেএম কবির আহমেদ রিয়াজ, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডাঃ আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ কামরুল হাসান,‌ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ এসএম মঞ্জুর এ এলাহী, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধান ডাঃ এসএম ওমর ফারুক, ড্যাব বরিশাল জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ কামরুজ্জামান, ড‌্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ নজরুল ইসলাম সেলিম, ড‌্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ডঃ পরিমল চন্দ্র মল্লিক বলেন, স্বাস্থ্য প্রতিটি মানুষের একটি মৌলিক অধিকার। সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন বাংলাদেশ সরকারের একটি অন্যতম অঙ্গীকার। কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয়, এ স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ-মুখ ও দাঁতের চিকিৎসা সেবা এবং এর সঙ্গে জড়িত ডেন্টাল সার্জনগন দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। ফলে আজও একটি উপজেলার প্রায় ৪-৫ লাখ মানুষের মুখ ও দাঁতের চিকিৎসা সেবা দানের জন্য আছেন মাত্র একজন সরকারি ডেন্টাল সার্জন। এমনকি জেলা সদর হাসপাতালেও একই অবস্থা।

প্রারম্ভিক পদের স্বল্পতা এবং বিসিএস ডেন্টাল ক্যাডারে অন্যান্য ক্যাডারের মতো নিয়মিত পদোন্নতির অভাবে এন্ট্রি লেভেলের পদগুলো ফাঁকা থাকছে না, যার ফলে প্রতিটি বিসিএস এ ‘ডেন্টাল সার্জন’ পদের জন্য নিয়মিত সার্কুলার হয় না।

এর ফলে একদিকে যেমন দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে প্রতিবছর সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ থেকে পাস করা ৮ শতাধিক মেধাবী ডেন্টাল সার্জন বেকারত্বের হতাশায় নিমজ্জিত হচ্ছেন। এই সংকট নিরসন এবং দেশের আপামর জনসাধারণের জন্য মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আপনাদের মাধ্যমে সরকার ও দেশের মানুষের কাছে নিচের দাবিগুলো তুলে ধরতে চাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল ডেন্টাল সার্জন’স এসোসিয়েশনের সভাপতি ডাঃ এসএম জাকির হোসেন।

অনুষ্ঠানে মেডিপ্লাস এর সহযোগীয় কয়েক শতাধিক ডেন্টাল সার্জন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *