নিজস্ব প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে (রিপ্রেজেন্টেটিভ) রোগী দেখতে বাধা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রতিনিধি মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে নলছিটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
গত ১৭জুন প্রধান নির্বাহীর কক্ষে প্রবেশ করে আউট সোর্সিংয়ের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র দেখতে চান মহসিন। সেগুলো সিভিল সার্জন অফিসে রয়েছে জানালে, প্রধান নির্বাহী মিজানুর রহমানকে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন, মহসিন অবৈধভাবে রোগী দেখছেন। নিষেধ করার পরও উল্টো ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন এবং অফিসের কর্মচারীদের হুমকি দিচ্ছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।