হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান এর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ৪ টার সময় উপজেলা পরিষদ মাঠে স্থানীয় জনগণ ও জেলে মৎস্যজীবী সমিতির ব্যানারে এ মানববন্ধন হয়।
গত ৫ ই আগস্টের পরে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ হিসেবে যোগদান করেন ওয়াহিদুজ্জামান। মাত্র ৯ মাসের মাথায় এই কর্মকর্তাকে বদলি করা হয়।
মানববন্ধনে বক্তারা নৌ-পুলিশ কর্মকর্তার সর্ম্পকে বলেন, দীর্ঘদিন নদীতে ডাকাতি, ছিনতাইও চাঁদাবাজি করে আসছিল একটি মহল।এই অফিসার যোগদানের পর নদীতে সকল অপকর্ম বন্ধ হয়ে যায়। জেলেরা নির্বিঘ্নে দিনরাত মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করছে ।
উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রফিকুল বলেন, একজন ভালো কর্মকর্তা ছিলে ওয়াহিদুজ্জামান। তাকে অল্প সময়ে বদলি করায় জেলে আতঙ্কে রয়েছে নদীতে চাঁদাবাজির।তাই বদলির আদেশ বাতিল করে পুনরায় স্বপদে রাখার দাবি জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।