শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক।। 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান। প্রতিদিন ৩৫০শিক্ষার্থী ও ২৫জন শিক্ষক জরাজীর্ণ ভবনে জীবনহানির আশঙ্কা নিয়ে ক্লাস করছেন, ফলে উৎকণ্ঠায় দিন কাটছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে রয়েছে তিনটি ভবন, একতলা একটি পাকা ভবন, একটি সেমিপাকা ভবন ও একটি টিনশেড ঘর। পাকা ও সেমিপাকা ভবন দুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদ ও দেয়ালে ফাটল, খসেপড়া পলেস্তারা এবং মরিচাধরা টিনের ছাউনি-সবমিলিয়ে পাঠদানের পরিবেশ অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।

ছাদের পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষক আহত হওয়ার ঘটনাও ঘটেছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই ক্লাস চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্টরা। দশম শ্রেণির শিক্ষার্থী রিপা আক্তার বলেন, ক্লাস চলার সময় ছাদ থেকে প্রায়ই পলেস্তারা খসে পড়ে। এতে আমরা আতঙ্কে থাকি। অভিভাবক মিজানুর রহমান বলেন, সন্তানদের স্কুলে পাঠিয়ে সারাদিন দুশ্চিন্তায় থাকি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছগির হোসেন বলেন, ভবন দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকির মধ্যেই পাঠদান চালিয়ে যাচ্ছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজিম বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি এবং জেলা শিক্ষা অফিস ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে নতুন ভবনের প্রস্তাব পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের কাছেও পৃথক প্রতিবেদন দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই বরাদ্দ আসবে।’

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *