নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান। প্রতিদিন ৩৫০শিক্ষার্থী ও ২৫জন শিক্ষক জরাজীর্ণ ভবনে জীবনহানির আশঙ্কা নিয়ে ক্লাস করছেন, ফলে উৎকণ্ঠায় দিন কাটছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে রয়েছে তিনটি ভবন, একতলা একটি পাকা ভবন, একটি সেমিপাকা ভবন ও একটি টিনশেড ঘর। পাকা ও সেমিপাকা ভবন দুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদ ও দেয়ালে ফাটল, খসেপড়া পলেস্তারা এবং মরিচাধরা টিনের ছাউনি-সবমিলিয়ে পাঠদানের পরিবেশ অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছগির হোসেন বলেন, ভবন দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকির মধ্যেই পাঠদান চালিয়ে যাচ্ছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজিম বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি এবং জেলা শিক্ষা অফিস ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে নতুন ভবনের প্রস্তাব পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের কাছেও পৃথক প্রতিবেদন দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই বরাদ্দ আসবে।’
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।