নিজস্ব প্রতিবেদক।।
পিরোজপুরের কাউখালী উপজেলার ওমর আলী পেশায় দিনমজুর। ৫সদস্যদের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করেন একটি পলিথিনের ছাপরা ঘরে।
উপজেলার সদর ইউনিয়নের বাসুরী গ্রামের মরহুম মোহাম্মদ আলী খানের ছেলে দিনমজুর ওমর আলী তিন বছর আগে তার বাবার রেখে যাওয়া এক টুকরো জমিতে পলিথিন ও প্লাস্টিকের বস্তা দিয়ে ঘর তৈরি করে কোনোমতে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ঝড়, বৃষ্টির ভিতর বসবাস করছেন।
দিনমজুর ওমর আলীর (৪৮) ভ্যান চালিয়ে কোনো রকম সংসার চলে। হতদরিদ্র এ পরিবারটির জীবন চলেছে খুবই কষ্টের মধ্য দিয়ে।
ওমর আলী স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। টাকার অভাবে এক ছেলেকে লেখাপড়া করাতে পারেনি। এখন এক ছেলে ও এক মেয়ে সরকারি স্কুলে লেখাপড়া করে।
তাদের থাকার ঘরটি দেখলে মনে হয় এখানে কোনো মানুষ সুস্থভাবে বাস করতে পারেন না। তাদের এই দুর্দশা এলাকার বিত্তশালীদের নজরে পড়েনি। এগিয়ে আসেনি কেউ।
ওমর আলী জানান, তার একটা ভ্যান ছিল। হঠাৎ তার ভাই অসুস্থ হয়ে পড়লে ওই ভ্যান বিক্রি করে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। এরপর আর তার ভ্যান কেনার সামর্থ্য হয়নি। প্রতিদিন দিনমজুরি করতে পারলে তাদের আহার জোটে। কাজ না পেলে নাখেয়ে থাকতে হয়।
ওমর আলীর স্বপ্ন স্ত্রী-সন্তানদের নিয়ে একটি ভালো ঘরে বসবাস করা। দিনমজুরের কাজ করে সংসার চালাতেই হিমশিম খান। এ কারণে তার একটা ঘর করা হয়ে ওঠে না। একটু বৃষ্টি হলেই তার ঘর পানিতে সয়লাব হয়। এমন ঘরে মানুষ তো দূরের কথা, গবাদিপশুও রাখার অনুপযুক্ত।
ওমর আলী স্ত্রী বলেন, আমার স্বামী দিনমজুর, দিন আনে দিন খায়। কাজ করলে পেটে ভাত জোটে। তিনটা সন্তান আমাদের। তাদের অসুখ হলে চিকিৎসা করাতে পারি না। থাকার জায়গাটি ছাড়া আর কোনো সম্বলও নাই। বিত্তবান কেউ যদি আমাদের সাহায্যে এগিয়ে আসতেন তাহলে মাথা গোঁজার ঠাঁই হতো।
সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরে কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ওমর আলীর বাড়িতে ছুটে যান। তাৎক্ষণিকভাবে ঘর তৈরি করার জন্য টিনের ব্যবস্থা করে দেন তিনি।
কাউখালী উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ওমর আলী সমস্যার কথা শুনে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেছি সরকারিভাবে একটি ঘর তৈরি করে দেয়ার জন্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, বিষয়টি শুনে আমি ওমর আলী বাড়িতে যাই। তার অবস্থা দেখে আমার খুবই খারাপ লেগেছে। আমি তাকে ঘরের ব্যবস্থা করে দেবো।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।