নিজস্ব প্রতিবেদক।।
শনিবার (২১জুন) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রথম অধিবেশনে কমিটি গঠন নিয়ে আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে সিনিয়র সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশকে (আমার দেশ), সভাপতি ও শাহীন হাসানকে (বাংলা ভিশন) সাধারণ সম্পাদক করে ১৩সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এম জহির (সকালের সময়), কোষাধ্যক্ষ মর্তুজা জুয়েল (দীপ্ত টিভি), দপ্তর সম্পাদক খোকন আহম্মেদ হীরা (জনকণ্ঠ), প্রচার সম্পাদক আরিফ হোসেন (বিজয় টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাঈদ পান্থ (চ্যানেল আই), সদস্য সুমন চৌধুরী (সমকাল), এম মিরাজ হোসাইন (বনিক বার্তা), আযাদ আলাউদ্দিন (নয়াদিগন্ত), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), নাসির উদ্দিন (যুগান্তর)।
এর আগে সকাল ১১টায় সাধারণ অধিবেশনে সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো : শাহীন হাসান। সাধারণ রিপোর্র উপর আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন, মো : খান রফিক, অপূর্ব অপু, মর্তুজা জুয়েল, এম সুহাদ, এম লোকমান হোসেন, মো: আরিফুল ইসলাম, ফাহিম ফিরোজ প্রমুখ।
মধ্যাহ্নভোজ শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষনা করা হয়। আগামী ১বছর এ কমিটি দ্বায়িত্ব পালন করবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।