শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে কুড়িয়ে পাওয়া লাখটাকা ও স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিলেন সাগর-সাকিব

নিজস্ব প্রতিবেদক।। 

সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী মো. সাগর ও চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব। কুড়িয়ে পাওয়া ১লাখ ৩হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও দুটি স্মার্টফোন প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে তারা প্রমাণ করেছেন— সততা এখনো বেঁচে আছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২১জুন) ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমরিবুনিয়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা হাতেম আলী কলেজের অ্যাকাউন্টিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাগর এবং চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাকিব সকালে হাঁটতে বের হন। পথে আমরিবুনিয়া-চিংড়াখালী সড়কের আওলাদ মোল্লার বাড়ির সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান তারা।

ব্যাগ খুলে তারা দেখেন ১লাখ ৩হাজার টাকা, স্বর্ণালঙ্কার এবং দুটি স্মার্টফোন। সঙ্গে সঙ্গে বিষয়টি তারা পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের জানান এবং প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন। কিছুক্ষণের মধ্যেই ব্যাগে থাকা একটি ফোনে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়—ব্যাগটির মালিক চিংড়াখালী গ্রামের মো. ছোবহান বিডিআরের মেয়ে সুমি আক্তার। তিনি সকালে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে অসাবধানতাবশত ব্যাগটি হারিয়ে ফেলেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে সাগর ও সাকিব ব্যাগটি মালামালসহ সুমির হাতে তুলে দেন।

সাগর বলেন, “ব্যাগে এত টাকা দেখে আমরা প্রথমে হতবাক হয়ে যাই। মনে হলো এটি কারো খুব প্রয়োজনীয় কাজের টাকা হতে পারে। তাই এক মুহূর্ত দেরি না করে প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করি। সেটি ফিরিয়ে দিতে পেরে আমরা স্বস্তিবোধ করছি।”

হারানো ব্যাগ ফিরে পেয়ে আবেগাপ্লুত সুমি আক্তার বলেন, “আমরা ভীষণভাবে মানসিক চাপে পড়ে গিয়েছিলাম। ভাবিনি কেউ এত সততা দেখাতে পারে। সাগর ও সাকিবের প্রতি চিরকৃতজ্ঞ।”

সাগর ও সাকিবের এই সততাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষায়, “এই সময়েও এমন সৎ তরুণ সমাজের জন্য সত্যিই অনুপ্রেরণা।”

উল্লেখ্য, সাগর একজন দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা মনেচ মিয়া একজন দিনমজুর। অপরদিকে সাকিব একই গ্রামের মন্টু হাওলাদারের ছেলে। তারা সততার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে সমাজের জন্য অনুকরণীয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *